Friday, February 27, 2015

মুখটা শুধু বন্ধ রেখো, দোষ ধোরো না

মুখটা তুমি বন্ধ রাখো, দোষ ধোরো না
যা খুশি তাই করব আমি,
প্রাণে বেঁচে থাকতে হলে, দোষ ধোরো না
দোষ ধোরো না মারলে মানুষ
দোষ ধোরো না টিপলে গলা
শান্তিটুকু আঁকড়াতে চাও, দোষ ধোরো না
ধর্ম ধরে দেশ পেয়েছি,
ভাষার নামে দেশ ভেঙেছি
সাজলে আমি রাজমুকুটে
শাসন ভরে হাতের মুঠে, দোষ ধোরো না
তোমার মতো হদ্দ বোকা
হাঁচলে আমি খাচ্ছে ধোঁকা
কোটি কোটি মুখ্যু মানুষ
আঁকড়ে ধরে আবেগ ফানুস
উড়ছে দেখ আমার হাওয়ায়
লাটাইখানা ছাড়ব না হে, দোষ ধোরো না
মেঘের বুকেই স্বর্গ দেখে
দেখে রোদের রঙে সোনা
ওদের যদি আছড়ে মারি
একটুও চমকাবে না
ওদের হাতে অস্ত্র দিলে
ওরাই সেনা আমার দলে
তাই বলি কী-ই সামলে থাকো, দোষ ধোরো না
কখন কে যে উঠবে খেপে
তাও কী বলা যায় গো মেপে?
সামলে থাকো, হাওয়ায় ভাসো
মেঘের বুকেই স্বর্গ দেখো
স্বর্গ মানে আসলে কী
কলম ঠেলে, ঠুকে চাবি
বলতে গেলেই তুমিও পাপী
শাস্তি তোমার মৃত্যুদণ্ড,
বরাবরই, অনিবার্য
তাই বলছি, দোষ ধোরো না, দোষ ধোরো না
আজকে তুমি বলবে খুনী
কালকে লিখব, “আমিই জয়ী”
আমার কথাই থাকবে টিকে
সেনার মুখে, পরম্পরায়
তোমার শব্দ হারিয়ে যাবে
জানবে না কেউ, শুনবে না কেউ
শব্দ তোমার মিলিয়ে যাবে
খাগড়া বনে, নিড়ানি কোপে
কিংবা শুধুই জীবনচক্রে
নেই তো সেনা, নেই তো ঢাল,
টিকবে না তো পরম্পরায়, দোষ ধোরা না
দোষ ধোরো না দোষ ধোরো না দোষ ধোরো না
বলেই যাচ্ছি একনাগাড়ে, 
মারছি এতো, কাটছি এতো
তবুও তুমি শিখছ না তো
তোমরা সবাই শিখছ না কেউ
পারছ না মুখ বন্ধ রাখতে
আঁকছ ছবি, লিখছ পদ্য
ভেঙচি কাটছ রোজ আমাকে!
মরবে জেনেও তোমরা কেউই
পিছন পানে হাঁটছ না তো?
লড়াইটাকেই রাখছ জারি
এসবও কী আত্মঘাতী
ছক কষে রোজ হামলা করো?
শান্তি চাও তো, দোষ ধোরো না
মুখটা তোমার বন্ধ রাখো
নয়তো জিভ ছিঁড়ে নেব
নয়তো মুন্ডু কেটে নেব
জয়ী হব, রাজা হব, দোষ ধোরো না
আমি হব যেমন তেমন
তুমি থাকবে রাখব যেমন
বাঁচবে তুমি, মুখটা শুধু বন্ধ রেখো, দোষ ধোরো না.
দোষ ধোরো না, দোষ ধোরো না।

Readers Loved