ক্যালিফর্নিয়ার মজুমদার গলি – ধুলোচাপা ইতিহাসের পথ
২০২১ সালের ১২ই আগস্ট সংবাদে প্রকাশ যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যায় শ্বেতাঙ্গের অনুপাত কমেছে মূলত বাদামী চামড়ার লোকের ভিড়ের চাপে। ২০২০ সালের নভেম্বর মাসে, জো বাইডেন মার্কিন মুলুকের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার দুই সপ্তাহের মধ্যে, সংবাদ ছিল যে ভারতীয়রা স্থায়ী অভিবাসন ক্ষেত্রে বিডেন প্রশাসনের নীতিতে সুবিধা পাবেন। এছাড়াও ভারতীয় সংবাদে থেকেই থেকেই প্রকাশ হয়ে চলেছে যে ভারতীয়দের মার্কিন নাগরিকত্বের পথ সুগম হতে চলেছে বিডেন প্রশাসনের নীতিতে, কিংবা মার্কিন মুলুকে স্থায়ী অভিবাসনের উপর আরোপিত নানান নিষেধাজ্ঞা চলে যাচ্ছে কিংবা পুরনো সংস্করণের মার্কিনি নাগরিকত্বের সহজতর পরীক্ষা ফিরে আসছে এই সব। অর্থাৎ মার্কিন মুলুকস্থ অভিবাসী অনভিবাসী ভারতীয়দের সহজে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সংবাদ বেশ উৎসাহের সাথে ছাপা হয়ে চলেছে ভারতে।
ভারতীয়দের মার্কিন নাগরিকত্ব পাওয়ার উৎসাহ ভারতের জন্য, ভারতীয়দের জন্য গর্বের নাকি লজ্জার তা বিতর্কের বিষয়। তবে ভারতীয়দের মার্কিন নাগরিকত্ব পাওয়ার উৎসাহ নেহাৎ নতুন নয়। সেই প্রচেষ্টার শুরু উনিশ শতকের শেষে। প্রথম ভারতীয় যিনি মার্কিন নাগরিক হয়েছিলেন তিনি একজন বাঙালি। তাঁর নাম অক্ষয় কুমার মজুমদার।
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম কোণে, ক্যালিফোর্নিয়ার দক্ষিণে, লস এঞ্জেলসের উপকন্ঠে (মানে হলিউডের কাছে) স্যান বার্নার্দিনো নামে এক শহরের উত্তর-পুবের স্যান বার্নার্দিনো পাহাড়ের মাথায় এক মাইলটাক লম্বা আঁকা-বাঁকা গলির নাম মজুমদার ড্রাইভ। বোস স্পিকারের জনক স্বর্গত অমর গোপাল বোস তো জগদ্বিখ্যাত ব্যক্তিত্ব। তাও জানা যায় না যে তাঁর সম্মাননায় মার্কিন মুলুকের রাস্তা তাঁর নামাঙ্কিত হয়েছে কিনা। অথচ রিয়াল্টোর উত্তরের ক্রেস্টলাইন নামের পাহাড়ি জনপদটায় কোনো এক মজুমদারের নামে কানাগলি আছে। আছে ক্যাম্প মজুমদার নামের একটা পাড়া । আর আছে মজুমদারের বসবাসের ছোঁয়া লাগা একটা লগ কেবিন ।
এলাকাটার স্যাটেলাইট ভিউতে গুগ্ল ম্যাপে ধরা পড়ে একটা গম্বুজওয়ালা বাড়ি যার চারপাশে চারটে মিনার, নাম মজুমদার টেম্পল। তার থেকে একটু দক্ষিণ-পশ্চিমে দেখা যায় পিলার্স অফ গড নামে একটা জনসভাস্থল।
(চলবে)
সূত্র:
- Times of India: White population falls below 60% amid browning of America. https://timesofindia.indiatimes.com/world/us/white-population-falls-below-60-amid-browning-of-america/articleshow/85278338.cms?UTM_Source=Google_Newsstand&UTM_Campaign=RSS_Feed&UTM_Medium=Referral
- Economic Times: Indians in Green Card queue to benefit from Joe Biden administration https://economictimes.indiatimes.com/nri/visa-and-immigration/biden-administration-likely-to-provide-us-citizenship-to-over-500000-indians/articleshow/79109416.cms
- https://timesofindia.indiatimes.com/world/us/us-president-joe-biden-reverses-green-card-ban/articleshow/81213904.cms
- https://economictimes.indiatimes.com/nri/work/joe-biden-to-propose-8-year-citizenship-path-for-immigrants/articleshow/80339761.cms
- https://timesofindia.indiatimes.com/world/us/biden-admin-scraps-stringent-citizenship-test-reverts-to-2008-version/articleshow/81167932.cms
~~~~~~~~~~~~
Our Album:
https://photos.app.goo.gl/7Keda9WXDs7eoXJT8
Our Videos:
https://www.youtube.com/playlist?list=PL1r_XBRd3fpA1AOFOgVhFr2Em2EvP4ljc