Thursday, December 24, 2015

নদীর মতো

অতল ছোঁবে ভেবে ভেবেই ঝাঁপিয়েছিল
ঠুকরে পাথর চলার পথে
ঠোকর দিয়ে ভাঙল শিলা
অপাড় হলো
অমোঘ টানে বয়েই গেল
মিশে গেল, মিলে গেল
অন্য ধারায়, অন্য বহায়
অন্য আধার পেয়ে
অতল যে কী ভুলেই গেল
তবুও কেবল বয়েই গেল

Readers Loved