“খরচা কমান ভালো থাকুন”
ওয়ালমার্টের সাফল্যের মূলে আছে উদ্ভাবনী। মুদির দোকান চালানোর জন্য কেউ আগে যা করে নি, সেই সব কান্ড ভাবা এবং করে ফেলা। মুদির দোকানে নিত্য প্রয়োজোনীয় জিনিসের ঘাটতি থাকলে ক্রেতা ফিরে যায় এবং দোকানের ক্রেতার সংখ্যা আর বিক্রি কমে যায়। আবার ওয়ালমার্টের দোকান ছিল ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোটো ছোটো মফস্বলী আর গ্রামীন জনপদে যেখানে সাকুল্যে পাঁচ হাজার মানুষ থাকে। তাই জিনিসপত্রের যোগান অব্যাহত রাখতে ওয়ালমার্ট আশির দশকেই নিজেদের সমস্ত দোকানকে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় জুড়ে ফেলেছিল। আজও ওয়ালমার্টের দোকান ছোটো শহরেই দেখা যায়। জনবহুল বড়ো শহরে এই দোকান প্রায় নেই বললেই চলে।
ওয়ালমার্ট ভিজিটর্স সেন্টারের সব থেকে মজার দ্রষ্টব্য কিন্তু তিনটি ফেরত মাল। তার মধ্যে একটা পেন্সিল শার্পনার যেটা ফেরত হয়েছিল যে সেটা দিয়ে কালির কলমকে ধারালো করা যায় না বলে, আরেকটা হলো একটা হ্যান্ড মিক্সার যেটা ফেরত হয়েছিল ভুতুড়ে বলে। আর আছে লিক করার কারণে ফেরত হওয়া স্ট্যানলি কোম্পানির একটা ভ্যাকুয়াম বোতল যেটা তৈরি হয়েছিল ১৯৫৪ সালে, ১৯৬২ সালে ওয়ালমার্ট তৈরি হওয়ার আট বছর আগে।
ভিজিটর সেন্টারেই স্মারক পাওয়া যায় মিনিয়েচার ওয়ালমার্ট ট্রাকের, মেকানিক্যাল ক্যাশ রেজিস্ট্রারের, কোকাকোলা ও অন্যান্য পুরোনো পানীয়ের বোতলের, বিগত দশকের রাধুনীর অ্যাপ্রন আর নানান টুকিটাকির। দর্শকদের জন্য ভিজিটর সেন্টারের দরজা খোলা সোম থেকে শনি সকাল সাড়ে ছটা থেকে রাত নটা আর রবিবারে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা। মিউজিয়ামটি ঘুরে দেখে বেশ টের পাওয়া যায় শুধু মুদির ব্যবসা নয়, বিশ শতকের মফস্বলী মার্কিন যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার বিবর্তন। মিউজিয়ামটি শুধু ওয়ালমার্টেরই নয়, সমগ্র মার্কিনি মফস্বলী জীবনের সংগ্রহশালা।
After thoughts:
Will the new US levies on imports from China raise the price of the goods of daily necessities?
Or, has the Us already started production of goods of daily necessities with the help of AI, automation and robotics at a cheaper cost than the cost of manufacturing in China (including Taiwan)?
Or, would the new US levies on imports from China would just balance out the cost of production with new automation technology with AI powered robotic tools?
Or, these levies would give a path to worldwide marketing of new automation technologies with AI powered robotics?