Thursday, April 17, 2025

Walmart Visitor Center - 1

 খরচা কমান ভালো থাকুন

মুদির দোকান নিয়ে মিউজিয়াম! বেশ অবাক লাগে ভাবতে। কিন্তু এতো যে সে মুদির দোকান নয়, ওয়ালমার্ট - কর্পোরেটচালিত মুদির ব্যবসা। তাও পঞ্চাশ বছর পার করে, চারশো বিলিয়ন ডলারের বেশি আয় (around 2018, current data has not been checked) করে এমন এক বহুজাতিক সংস্থা। অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মুদির দোকান।

ওয়ালমার্টের বিশালাকৃতি দোকানগুলোর আনাচে কানাচে ঝোলানো থাকে একটাই স্লোগান, সেভ মানি, লিভ বেটার অর্থাৎ খরচা কমান, ভালো থাকুন। অবশ্যই ক্রেতাদের উদ্দেশ্যে, কিংবা যেই ঢুকবে দোকানে তার উদ্দেশ্য। দোকানের আয়োজনও বিশাল। এক ছাদের তলায় কাঁচা মুরগির মাংস, মুরগির রোস্ট থেকে পুষ্যি মুরগির খাবার যেমন পাওয়া যায়, তেমনই পাওয়া যায় সবজি, সবজি বাগান এবং ফুলবাগান করার চারা, বীজ, সার, মাটি, যন্ত্রপাতি, আরও পাওয়া যায় জামা, জুতো, টিভি, সস, বিস্কুট চ্যুইং গাম, তেল, সাবান, শ্যাম্পু, জ্যাম, মধু, টুথপেস্ট, টুথব্রাশ, ওষুধপত্র, চাদর, বালিশ, বালিশের ওয়াড়, তোশক, তোশোকের ওয়াড়, লেপ, কম্বল, কাঁথা, ছুঁচ, সুতো, কাঁচি, প্লায়ার্স, বোতাম, গয়না, ছাতা, কাপড়কাচা আর বাসন বাজার সাবান, ঝাড়ু, ঝুড়ি, বালতি, ঝাড়ন, আলো, পাখা, বাসন, হাতা, মাইক্রোওয়েভ আভেন, ভ্যাকুয়াম ক্লিনার, উনুন, খাতা, বই, পেন, পেন্সিল, চেয়ার, টেবিল, খাট, বিছানা, ইস্ক্রুপ ড্রাইভার, ইস্ক্রুপ, মেশিনে দেওয়ার তেল - মানে বেঁচে থাকতে যা যা লাগে তার সব কিছু। না, বাড়ি, গাড়ি পাওয়া যায় না। কিন্তু পাওয়া যায় বাড়ি সারানোর সব উপকরণ, দেওয়ালে, দরজা,জানলায় লাগানর রঙ, রঙ করার ব্রাশ, গাড়ির টায়ার, ব্যাটারি, গাড়ির অয়েলিং ইত্যাদি করানোর ব্যবস্থা। তাছাড়াও পাওয়া যায় চশমা, চোখের ডাক্তার, প্রেস্ক্রিপশন মেডিসিন কেনার ফার্মাসি, নেল স্পা (মানে নখের যত্ন করার বিউটি পার্লার), চুল কাটার সেলুন, ব্যাঙ্ক, ট্যাক্স স্টেটমেন্ট জমা দেওয়ার ঋতুতে ট্যাক্স অ্যাটর্নির শাখা দপ্তর, কোথাও কোথাও পোস্টাপিস।

আর চমৎকার ব্যাপার হলো যে কোনো জিনিস কেনার পর তার গায়ের স্টিকার বা বাক্স রেখে দিয়ে যদি তার ইউনিভার্সাল প্রোডাক্ট কোড (ইউপিসি)-টা রেখে দেওয়া যায়, তাহলে সেই জিনিসটা ফেরত দেওয়া যাবে। ওয়ারান্টির মধ্যে হলে জিনিসটা বদলে নেওয়া যাবে বা বিক্রয়কর সমেত দামের পুরো পয়সা পুরো ফেরত নেওয়া যাবে - যা ক্রেতার মর্জি। পয়সা ফেরত হতে পারে ক্যাশে বা ক্রেডিট কার্ডে যেভাবে ক্রেতা চান, এর জন্য ক্যাশমেমো থাকাটা আবশ্যিক। ক্যাশমেমো নেই কিংবা ওয়ারান্টি পিরিয়ড পেরিয়ে গেছে তাতেও কুছ পরোয়া নেই। ফেরতযোগ্য জিনিসটার ইউপিসি থাকলেই দামটা একটা গিফট কার্ডে ফেরত পাওয়া যাবে। তারপর ওয়ালমার্ট থেকেই সেই গিফট কার্ডে যা খুশি তাই কিনে ফেলা যাবে। বা গিফট কার্ডটা কাউকে গিফটও করে দেওয়া যেতে পারে।

(চলবে)

Readers Loved