অতল ছোঁবে ভেবে ভেবেই ঝাঁপিয়েছিল
ঠুকরে পাথর চলার পথে
ঠোকর দিয়ে ভাঙল শিলা
অপাড় হলো
অমোঘ টানে বয়েই গেল
মিশে গেল, মিলে গেল
অন্য ধারায়, অন্য বহায়
অন্য আধার পেয়ে
অতল যে কী ভুলেই গেল
তবুও কেবল বয়েই গেল
ঠুকরে পাথর চলার পথে
ঠোকর দিয়ে ভাঙল শিলা
অপাড় হলো
অমোঘ টানে বয়েই গেল
মিশে গেল, মিলে গেল
অন্য ধারায়, অন্য বহায়
অন্য আধার পেয়ে
অতল যে কী ভুলেই গেল
তবুও কেবল বয়েই গেল