বিষ্ণুপদ গোস্বামী গোঁড়া নাস্তিক। নিজের অন্নপ্রাশন
ছাড়া কখনোই তিনি ধর্মকর্মে অংশ নেন নি। ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের নাগরিক হিসেবে
তাঁর বেশ গর্ব ছিল।
রিটায়ারমেন্টের
পরে জীবনে প্রথমবার তিনি আদম সুমারির কর্মীর প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেলেন।
তখনই সত্যিটা তিনি জানতে পারলেন। নথিতে নাস্তিক লেখার উপায় ছিল না। নামের জন্যই
তিনি আজন্ম হিন্দু।