বাংলা ভাষায় মিনি সাগার প্রথম সংকলন। লেখকেরও প্রথম বই। এতে আছে ৫০টি বিভিন্ন স্বাদের মিনি সাগা, যার থেকে কিছু মিনি সাগা সৃষ্টি ও কর্ণিকা ওয়েবম্যাগ দুটিতে ছাপা হয়েছে। বইয়ের ভূমিকায় লেখক বলেছেনঃ
“দি ডেইলি টেলিগ্রাফ আয়োজিত ১৯৯৯ সালের মিনি সাগা প্রতিযোগিতার নিয়ম – পঞ্চাশ শব্দের মধ্যে গল্পের শুরু, বিস্তার, শেষ; শিরোনাম সর্বাধিক পনের শব্দের, হাইফেন দিয়ে জোড়া শব্দের সংখ্যা লেখকের স্বেচ্ছাধীন -মেনে এই সংকলনের পঞ্চাশটা মিনি সাগা লিখেছি।
বিশদ বিবরণ এই লিঙ্কেঃ
অল্প কথার গল্প/ Stories of Few Words