Let it shower in drips like August rain, let it shower
Yours tune on my face, on my heart, let it shower
Let it fell on my eyes in dawn with Eastern lights
Let it fell on my life in plenty in the dark of nights
All days and nights, over live’s rapture and despair
Let it shower in drips like August rain, let it shower
Branches that never have borne flowers and fruits
Let Yours monsoon air bring life to those offshoots
Whatever inanimate, worn and torn within me
Let them get drenched wholly in Yours melody
All day and night over live’s desire and hunger
Let it shower in drips like August rain, let it shower
^^^^^^^^^^^^^^^^^^^^
Original:
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে
তোমারি সুরটি আমার মুখের ’পরে, বুকের ’পরে॥
পুরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে–
নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে।
নিশিদিন এই জীবনের সুখের ’পরে, দুখের ’পরে
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে॥
যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে,
তোমার ওই বাদল-বায়ে দিক জাগায়ে সেই শাখারে।
যা-কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার, জীবনহারা,
তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা।
নিশিদিন এই জীবনের তৃষার ’পরে, ভুখের ’পরে
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে॥