Friday, February 13, 2015

ব্যালান্স শিট




সেদিন কালো ওড়নায় সাঁটা পাথুরে চুমকি হয়ে তারারা জ্বলেছিল আকাশের বুকে
ভিজে বালি মেখে শিউরানো ঢেউ ভাঙছিল সৈকতে মাথায় জ্বলতে থাকা সফেদ তাজ
পরকীয়া মত্ত একলা নৌকা অন্ধকারে অন্তস্বত্তা চুটিয়ে মাখছিল চটচটানো নোনা হাওয়া
প্রেমিকার স্তন ছুঁয়ে প্রেমিক জিভে ঢালছিল প্রেমোষ্ণ অঙ্গীকার চিরন্তনের গভীরতা খুঁজে


মেঘ থম থম আকাশের নীচে বালি বালি পায়ে চলে গেছে তারা বহুদূর বহুক্ষণ
নাওটিও ভেসে গেছে পরকীয়া জোয়ারে দিশাহীন দিকচক্রবাল পেরিয়ে অনন্তের দিকে
স্বকীয়া সচেতন অধিকারে কোটরে তুলে রাখা আছে বটুয়া ঝাঁকিয়ে মেলে হিসেবের কড়ি
তাই খোঁজ খোঁজ নৌকার ছায়ায় প্রেমের চূর্ণি গায়ে লেপ্টে ফ্রিজ শটে শুধু প্রেম


শুধু নেই নেই সেদিনের সামিল হওয়ার উত্তপ্ত মত্ততা, আছে পড়ে অমিলের শৈত্য জমাট দুর্বোধ্য

2 comments:

Readers Loved