সেদিন কালো ওড়নায় সাঁটা পাথুরে চুমকি হয়ে তারারা জ্বলেছিল আকাশের বুকে
ভিজে বালি মেখে শিউরানো ঢেউ ভাঙছিল সৈকতে মাথায় জ্বলতে থাকা সফেদ তাজ
পরকীয়া মত্ত একলা নৌকা অন্ধকারে অন্তস্বত্তা চুটিয়ে মাখছিল চটচটানো নোনা হাওয়া
প্রেমিকার স্তন ছুঁয়ে প্রেমিক জিভে ঢালছিল প্রেমোষ্ণ অঙ্গীকার চিরন্তনের গভীরতা খুঁজে
মেঘ থম থম আকাশের নীচে বালি বালি পায়ে চলে গেছে তারা বহুদূর বহুক্ষণ
নাওটিও ভেসে গেছে পরকীয়া জোয়ারে দিশাহীন দিকচক্রবাল পেরিয়ে অনন্তের দিকে
স্বকীয়া সচেতন অধিকারে কোটরে তুলে রাখা আছে বটুয়া ঝাঁকিয়ে মেলে হিসেবের কড়ি
তাই খোঁজ খোঁজ নৌকার ছায়ায় প্রেমের চূর্ণি গায়ে লেপ্টে ফ্রিজ শটে শুধু প্রেম
শুধু নেই নেই সেদিনের সামিল হওয়ার উত্তপ্ত মত্ততা, আছে পড়ে অমিলের শৈত্য জমাট দুর্বোধ্য
khub khub valo laglo... (ABIR)
ReplyDeletebhalo laganotai to uddeshyo. dhonyobad, Abir.
Delete