ক্যালিফর্নিয়ার মজুমদার গলি – ধুলোচাপা ইতিহাসের পথ
ওয়াশিংটনের পশ্চিমের উপকূলীয় সিয়াটেল ছেড়ে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার পুবে স্পোক্যান নামের শহরে মজুমদার চলে গিয়েছিলেন। শহরটি ছিল আইডাহো–ওয়াশিংটন সীমার থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে। আর ক্যানাডা-মার্কিন যুক্তরাষ্ট্র সীমার থেকে প্রায় দেড়শ কিলোমিটার দক্ষিণে। স্পোক্যান নদীর পাশে আমেরিকান রকি পর্বতমালার পাদদেশের এই জনপদ খনিজ সমৃদ্ধ ছিল। তাই উনিশ শতকের প্রথম দশকের শেষ অবধি এই শহরে প্রচুর ব্যবসা চলত। সেই কারণে এই শহর বেশ ঘনবসতি সম্পন্ন ছিল। খনিজের ব্যবসা পড়ে যেতে শহরের জনঘনত্ব কমতে শুরু করে ১৯১০ সালের পর থেকে। অক্ষয় কুমার মজুমদার স্পোক্যানের রমরমা অবস্থার একদম শেষ আর পড়তি দশার শুরুটা প্রত্যক্ষ করেছিলেন।
স্পোক্যানের বিশিষ্টজনের মধ্যে তিনি সমাদৃত হয়েছিলেন। এখানেই তিনি প্রথম উপদেশ দিতে শুরু করেন ওয়েস্ট ৬১১ থার্ড অ্যাভেনিউ-তে। এখানেই তাঁর অনুগামীদের নিয়ে তিনি স্থাপণ করেন ফার্স্ট সোসাইটি অফ ক্রিশ্চিয়ান ইয়োগা, তাঁর একান্ত নিজস্ব ধর্মমণ্ডলী (কংগ্রিগেসন)। এখান থেকেই তিনি তাঁর প্রথম বই, দ্য লাইফ এন্ড দ্য ওয়ে, লেখেন। বইটি ১৯১১ সালে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত হয় । এই শহরে বাস শুরু করার ছ বছর পরে, ১৯১১ সালে তিনি ডিবিটের সন্ধান পান।
ডিবিট তাঁর শিষ্যত্ব নেওয়ার পর মজুমদার প্রকাশ করতে থাকেন মাসকাবারি সাময়িক পত্র ক্রিশ্চিয়ান ইয়োগা মান্থলি। এখানেই তিনি মার্কিনি নাগরিকত্ব অর্জন করেন ১৯১৩ সালের ৩০শে জুন।
এই নাগরিকত্ব অর্জন খুব সহজ ছিল না। ১৯১২ সালের জুলাই মাসে স্পোক্যানের ইউ এস ডিস্ট্রিক্ট কোর্টে অক্ষয় কুমার মজুমদার নাগরিকত্বের আবেদন দাখিল করলে তা নাকচ হয়ে যায়। কারণ তাঁকে ককেশয়েড বা স্বাধীন দেশের নাগরিক কোনোটাই প্রমাণ করা যায় নি। তবে আদালত মজুমদারের অনুরোধে তাঁর আবেদনটি আবার শুনানির অনুমতি দেন। দ্বিতীয় শুনানিতে এক দীর্ঘ বক্তৃতায় অক্ষয় কুমার মজুমদার সওয়াল করেছিলেন যে তিনি উচ্চবর্ণ ক্ষত্রিয় বংশোদ্ভুত এবং সেহেতু তিনিও আর্যজাতিভুক্ত। তাঁর সওয়ালে সম্পূর্ণ তুষ্ট না হলেও বিচারক তাঁকে নাগরিকত্ব অর্জনের অধিকার দিয়েছিলেন। এর ফলে অক্ষয় কুমার মজুমদার হয়ে গিয়েছিলেন প্রথম ভারতীয় যিনি মার্কিন নাগরিকত্ব অর্জন করেছিলেন।
(চলবে)
~~~~~~~~~~~~
আগের পোস্ট : https://projectionofnaught.blogspot.com/2025/01/akshay-kumar-mozumdar-first-indian_01583058561.html
পরের পোস্ট : https://projectionofnaught.blogspot.com/2025/01/akshay-kumar-mozumdar-first-indian_01606019516.html