ক্যালিফর্নিয়ার মজুমদার গলি – ধুলোচাপা ইতিহাসের পথ
শেষ প্রশ্নের উত্তরে বলা যায় যে অগণিত ভারতীয় জন্মভূমিকে ছেড়ে কর্মভূমিকে মাতৃভূমির মর্যাদা দিয়েছেন। ভারতবর্ষ তাঁদের প্রবাসী, অনাবাসী ও ভারতীয় বংশোদ্ভুত বলে স্বীকৃতও করেছে, কাউকে কাউকে রাষ্ট্রীয় সম্মানও দিয়েছে। তাহলে এই বিষয়ে ভারতের অভিমানের কোনো কারণ নেই।
অক্ষয় কুমার মজুমদারের ধর্মদর্শন নিয়েও ভারতের আপত্তি থাকার কথা নয়। খোদ ভারতেই আড়াই হাজার বছর ধরে হিন্দু ধর্মের নানান ব্যাখ্যা শৈব, শাক্ত, বৈষ্ণব, ব্রাহ্মরা দিয়ে চলেছেন। অদ্বৈত্যবাদ, দ্বৈতাদ্বৈত্যবাদ থেকে অচিন্ত্যভেদাভেদ তত্ত্ব কিংবা একেশ্বরবাদ কোনোটাই ভারতবর্ষ গুরুত্বহীন বলে মনে করে নি।
ধর্ম সমন্বয়ের উদাহরণ আকবার বাদশাও রেখেছিলেন দীন ইলাহিতে। না, অক্ষয় কুমার রাজা, বাদশার মতো ক্ষমতার চূড়ামণি ছিলেন না। কিন্তু তিনি ভারতের ধর্ম সমন্বয়ের আদি অভ্যাসটিকে জাগরুক রেখেছিলেন।
তাহলে ভারতবর্ষ খেয়ালই করে নি উদ্যমী ধর্ম প্রচারক ও সুদুর পাশ্চাত্যে সমাদৃত ভারতীয় অক্ষয় কুমার মজুমদারকে? সে প্রশ্নের সঠিক উত্তর সময়ের সমুদ্রে বিলীন মুহুর্তের সাথেই মিলিয়ে গেছে।
সূত্র:
https://web.archive.org/web/20141018005925/http://www.mozumdar.org/images/Hesperia.pdf
https://web.archive.org/web/20141018010017/http://www.mozumdar.org/
~~~~~~~~~~~~
আগের পোস্ট :
No comments:
Post a Comment