Sunday, June 15, 2025

Bhatmala -03

 ৩ নং ভাট


আরেকটা অলস সকাল, আনন্দজ দায়ের দুশ্চিন্তাহীন।

বীর্যমথিত চাদরও নিদাগ। কদমগাছে কাক দোল খাচ্ছে

রোদের তাত বাড়লে হাসনাহানা শুকিয়ে যাবে, কিন্তু

ফের আসবে শেষ বিকেলের বৃষ্টি, রাতে খিলখিলিয়ে

হাসবে হাসনুহানা।

বাকি দিনটা দলে পিষে দিতে

এমনই আশ্বাস চাই। মধ্যপথের পূরীষ কিংবা প্রস্রাবস্নাত

গ্রাফিটিও সহ্য হয়ে যায়। 

মোড়ের মাথার ঝাপসা 

কুণ্ডলী পাঁজরে আঙুল চালায়, নেমে আসে গলায়। 

শেষ-মেষ 

বেঁচকাঁটার ঘেরে মোরামে-পাথরে খোল-গোবরের ঘোল

ঢেলে ধুলো ছাঁকা ছাতিম বসানো হয়। 

নিঃশব্দ নিরালা

নিশ্চিন্ত মুনলাইট সোনাটায়।







No comments:

Post a Comment

Readers Loved