অসীম পরজীবিতায়
সকালে, সন্ধেবেলায়
অপরিমিত চায়ে চুমুক
এখানে ওখানে রক্ত ঝরুক
তাকে ডাকুক বসন্ত
অস্তিত্ব জিহ্বান্ত
এই, ওই, সেই রাজনীতিক
ডাকুক ঐতিহাসিক
ঠিক কিংবা ভুল
তর্ক তর্জা চটুল
কেবল কথাকারি
ভাবলোকবিহারী
অবশ্য নিরুপায়
ভিড়ে মিশে যায়
মিছিলে, বাদুড় ঝোলায়
অসীম পরজীবিতায়
সকালে, সন্ধেবেলায়
অপরিমিত দায়ে দমিত
উথলোনো আবেগ অশমিত
তাকে ডাকুক বিক্ষোভ
অবশ জিহ্বাশোভ
আগন্ডা রাজনীতিক
ডাকুক ঐতিহাসিক
ঠিক কিংবা ভুল
তর্ক তর্জা চটুল
কেবল কথাকারি
ভাবলোকবিহারী
অবশ্য নিরুপায়
ভিড়ে মিশে যায়
মিছিলে, বাদুড় ঝোলায়
অসীম পরজীবিতায়
সকালে, সন্ধেবেলায়
অপরিমিত সায়ে ন্যুব্জ
বহনের ভারে কুব্জ
তাকে ডাকুক শোষিত
শ্রেষ্ঠত্ব স্বঘোষিত
স্বনামমত্ত রাজনীতিক
ডাকুক ঐতিহাসিক
ঠিক কিংবা ভুল
তর্ক তর্জা চটুল
কেবল কথাকারি
ভাবলোকবিহারী
অবশ্য নিরুপায়
ভিড়ে মিশে যায়
মিছিলে, বাদুড় ঝোলায়
অসীম পরজীবিতায়
সকালে, সন্ধেবেলায়
অপরিমিত