Sunday, August 4, 2024

Blurbs - and Book Trailer

 


মিন হুয়ে প্রেমে পড়েছিল শিন ছির, শিন ছির মন বাধা পড়েছিল সু তিয়াঁর কাছে। মিন হুয়ে কী কখনও ঠাঁই পাবে শিন ছির মনে?

চিনের সেরা বিশ্ববিদ্যালয়ের স্নাতোকোত্তর মিন হুয়ে তুখোড় কম্পিউটার প্রোগ্রামার। কাজ করতে শুরু করল যেই মিন হুয়ে, অমনি দূর্ভাগ্যের সমুদ্র যেন তাকে গ্রাস করে নিল, যার শুরু কাজের জায়গায় যৌন হেনস্থা থেকে, যে ঘটনা তার কর্মজীবনকে প্রায় শেষ করে দিচ্ছিল কর্মজীবন গুছিয়ে শুরু হওয়ার আগেই, যার চরম তার মায়ের মৃত্যু দিয়ে তার সমস্ত পারিবারিক সম্পর্ক সাঙ্গ হয়ে যাওয়ায়। গন্তব্যহীন, আত্মীয়হীন জীবনটাকে মিন হুয়ে শেষই করে দেবে বলে ঠিক করে ফেলে ছিল।

যে বাসযাত্রা মিন হুয়ের জীবনের অন্তিম বাসযাত্রা হবে বলে মিন হুয়ে ধরে নিয়েছিল, সেই বাসযাত্রায় তার সহযাত্রী লি চুন মিয়াও মিন হুয়ের প্রাণ বাঁচায় আর নিজে হারিয়ে যায়। আঘাতে, যন্ত্রণায়, অপরাধবোধের তাড়নায় মিন হুয়ে মজে যায় লি চুন মিয়াও-এর শোকে, নিজের কাঁধে তুলে নেয় লি চুন মিয়াও-এর ভাই চেন জিয়া জুনের দায়িত্ব আর পূরণ করতে যায় প্রেমিকা লি চুন মিয়াও তার প্রেমিক শিন ছিকে যে প্রতিশ্রুতি দিয়ে ছিল সেইসব প্রতিশ্রুতি, যতক্ষণ না মিন হুয়ে হয়ে ওঠে সু তিয়াঁ, লি চুন মিয়াও-এর আত্মা।  শিন ছি কী মিন হুয়ের বলিদান টের পাবে কখনও, কখনও ফিরে ভালো বাসবে তাকে?

যে প্রেম দিলে আমায় একটি সমকালীন প্রেমের গল্প যাতে প্রভাবশালী কোটিপতি প্রাতিষ্ঠানিক প্রধান, দ্বিতীয় সুযোগ আর শত্রুতা থেকে প্রেমে পরিণতির পাশ্চাত্য উপাদানের সাথে রয়েছে প্রাচ্যের শকুন্তলা, সীবলী, শ্রীরাধার গল্পের ছোয়াঁ। আপনি যদি একটা তীব্র প্রেমের গল্পে একটা দেশের সীমায়, একটা নির্দিষ্ট সময়কালে আধুনিক প্রযুক্তিক্ষেত্র থেকে অসংগঠিত শ্রম ক্ষেত্রের ছিন্নমূল খেটে খাওয়া মেয়েদের জীবনের নানান খুঁটিনাটির অভিজ্ঞতা উপভোগ করতে চান তবে 'যে প্রেম দিলে আমায়' উপন্যাসটি আপনি উপেক্ষা করতে পারবেন না।

Book Trailer

Min Hui fell in love with Xin Qi, but Xin Qi’s heart was set on Su Tian. Can Min Hui ever be able to win Xin Qi’s love?
Min Hui was a very intelligent computer programmer with a Master's degree from the best university in China. After Min Hui started working, she slipped into a wave of tragedy beginning with sexual harassment at workplace leading to loss of her professional future, followed by loss of family completed with her mother’s death. With nowhere to go, no one to turn to, she tried to kill herself.
Li Chun Miao, a co-passenger on Min Hui’s supposedly last bus trip of lifetime, saved her life but lost her own. The shock, trauma, guilt chased Min Hui to mourn Li Chun Miao and to fulfill Li Chun Miao’s duties for her brother Chen Jia Jun and promises to her lover Xin Qi, till Min Hui became Su Tian, soul of Li Chun Miao. Can Xin Qi recognize Min Hui’s sacrifices and love her back?
The Love You Give Me is a contemporary romance with occidental elements of billionaire domineering boss, second chance and haters (enemies) to lovers romance stories with oriental romance elements of stories of Shakuntala, Seeboli and Shree Radha, in the end a promise of ‘living happily ever after’. If you like an intense love story woven with minute details of the lives of migrant working girls of high paying skill and knowledge industry to low paying unskilled labor sector, then 'The Love You Give ' me is a book that you cannot not miss.



Watch the Book Trailer Here: https://youtube.com/shorts/PzhZ6gjstXE


~~~~~~~~~~~~~~~~~~~~~

Readers Loved